You may know that one cannot read Anandabazar Patrika (ABP) the largest Bengali newspaper from India, using any of the modern browsers such as Mozilla Firefox, Apple Safari, Google Chrome, Opera, and others (only exception is Microsoft IE). This is because Anandabazar has failed to adopt the international standard for digital Bangla namely the Unicode even in 2010.
I am launching a petition site with a live Unicode proxy that demonstrates — Anandabazar Patrika can be read not only in all modern browsers but also in mobiles phones, if they care to adopt the international standard.
If you support this petition then let your voice be known.
Thanks,
Hi Golam,
This is a fantastic effort. I know that there will be many, who will be desperately looking for such a thing and I will let them know by mail. Great work!
best regards
Sayan
The switch to unicode is in Anandabazar’s own interest. In this internet era when we all are vying to make our websites more accessible to more and more users, it is indeed strange that the ABP Group isn’t seeing the light (Maybe they don’t know where the light is). Your effort should lead them to the light.
I completely agree. Hope for the best.
I support this. I think the root of this problem is attached with Anandabazar’s monopoly business strategy. That’s why only microsoft IE we have to use to read it. Actually this two are serving each other and we are suffering.
Given Microsoft nowadays supports Unicode Bangla out of the box, the problem here could be entirely due to ABP.
Way to go !
In case you want your name to be listed then please send me an email.
Dear Golam this is a great work from you. The same kind of petition approach may be suitable for other well know newspaper “Bartaman” and “Aajkaal”. Regarding this issue see my personal experience with news paper.
http://mat3bengali.blogspot.com/2010/04/blog-post.html
Thank you.
Jayanta Nath
Bengali Wikipedia
Administrator
thank you Golam for your help. ANd yes, you are absolutely right regarding the age old font system the bengali newspapers are adhering too. I welcome and be a part of this petition.
totally support this…..
i frequently tried to read ABP with my phone & with firefox in my laptop; but i failed…….
It is a very right step to alert APB about newer tecnologies……
I support your initiative, now i can read anandabazar from from my Linux os. I dont need to care for MS or IE .
Absolutely essential. More so for the Ananda Publishers site http://www.anandapub.com – that cannot be read even with IE!!
Please feel free to add my name to your petition/page.
Arindam Sengupta
University of Calcutta
Thanks for your support. I have added your name to the list and also responded to your email.
Thanks. Keep up the good work. Cheerio,
Arindam
Support.
Can’t this proxy be launched for Bartaman Patrika (http://www.bartamanpatrika.com) also? Bartaman also uses the same bitstream software just like Anandabazar.
Yes!! Technically, everything is there including the fontmap needed for Bartaman Patrika. However, right now I am trying to focus on ABP alone as it affects the most.
আপনি যে বিষয়টি তুলে ধরেছেন আমি তাতে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আসলে এদের মানসিকতা ভীষণভাবে ফ্রী সফটওয়্যারের বিরুদ্ধে। বিল গেটস ‘এর সহযোগী শক্তি এরা।
আপনি আমার নামকে বিনা দ্বিধায় সংযুক্ত করতে পারেন।
Actually, Unicode is the industry standard. Microsoft supports Unicode Bangla out-of-the-box in Windows Vista onward (not even font installation is required). So its not really a free software issue but I agree that it does affect the users of free softwares.
It should be mentioned that Unicode is also the government standard declared by both Union of India as well as the state of West Bengal.
The problem seems to be that Anandabazar online edition is run by people who are not technically competent with modern language technology. Otherwise, it would be unimaginable that a business house would want to reduce their profit by spending 3-4 times more on bandwidth than needed. Please see the second table for the comparison of data usage.
I fully support this petition. We shall overcome someday. Thank You petitioner.
Yes – I fully support this petition. Anandabazar should do something urgently. Thank you.
আচ্ছা আপনারা কেউ আনন্দ পাবলিশার্স-এর ওয়েবসাইটের নবতম সংস্করণটি দেখেছেন? দেখা যাচ্ছে কয়েকটি পৃষ্ঠা ছাড়া পুরোন বিটস্ট্রিম ফন্ট (যেটি কেবলমাত্র ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে পাঠ করা সম্ভব) ওখানে আর ব্যবহৃত হয়নি। তার পরিবর্তে এমন কোন ফন্ট ব্যবহৃত হয়েছে যা কোন ব্রাউজার দ্বারাই পাঠ করা সম্ভব হচ্ছে না। ক্যারেক্টারগুলি দেখে মনে হচ্ছে ইউনিকোড, তবে বাংলা ইউনিকোড নয়। এটি পাঠযোগ্য করে তোলার কোন সমাধান কেউ বলতে পারবেন কি, ভীষণ উপকৃত হব।
It doesn’t seem that there is any easy fix for this.
You could try to get in touch with them saying even IE doesn’t work.
thanks a lot. i wholeheartedly support this move
I support.
Anandabazar.com takes a whole lot of work to be made readable in IE.
AnadaPub.com is just too elusive. Looks like they wanted to create an encrypted site, and only people interetested in cryptography are welcome to go to the site and decrypt the junk text to find out what they are trying to say.
How can they do business like this?
“encrypted site”! rotfl…and users probably supposed to be not just interested but actually experts in cryptology? 😉
If any of you know (or could find) any employee of Anandabazar, either directly or may be through Facebook/Orkut then it would be a good idea to have a discussion with them on the problem.
Thanks!
Welcome proposal. You can add my name to the list of petitionars – Diganta Sarkar/Microsoft/Seattle, USA
শুনেছিলাম আনন্দবাজার পত্রিকা না পড়লে নাকি পিছিয়ে পড়তে হয়? দেখছি তো পড়তে গেলেই পিছিয়ে পড়তে হয় …
I couldn’t agree more 🙂 অনলাইন আনন্দবাজার পত্রিকার স্লোগান — পড়তে হ(
য় নই)লে পিছিয়ে পড়তে হয়[…] এই সমস্যার একটা সাময়িক সমাধান এসেছে। গোলাম হোসেন তৈরী করেছেন এই সুন্দর একটি প্রক্সি […]
আমার এই বার্তা আপনার উদ্যোগের সমর্থনে জানবেন। আপনার তৈরি প্রক্সিটিও দেখলাম। আপনার এই অসাধারণ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
শুভময় রায়
আপনাকে ধন্যবাদ!
ABP Pvt Ltd has a history that goes back to 1922
[…]
Unfortunately, when it comes to Bengali/Bangla and digital standards, the group is one of the laggards since they stick to an antique non-standard technology. In short, it is surprising that they are yet to think over adopting Unicode as a part of their online version […]
আনন্দবাজার পত্রিকার বস্তাপচা টেকনোলজিতে অনেকেই পড়তে পারতেন না বাংলা ফন্ট […]
Hello friends: looks like ABP has woken up to the problem – someone from ABP called me up for some telephone survey; and when i mentioned the issue, said they were (a) aware of and (b) in the process of doing something about it.
With what priority, however, i’ve no idea – it seemed a composite kind of survey seeking feedback from readers on various facets, including content, design etc…
Yes, I can confirm this too. One of their top official has been in touch with me. It seems they are taking this problem with all seriousness. So let’s hope for the best. However until that happens, we will continue our petition.
I whole-heartedly support this petition. Please add my name too.
Jayanta Mukhopadhyay/Envista Corporation/Boston,USA
Of course I support the petition. And thanks for your initiative. Now I can read ABP even in my low end Nokia phone (Nokia 2690, cost Rs. 2700/-).
Great Work done by Golam Hossain,
আপনি যে বিষয়টি তুলে ধরেছেন সেজন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার এধরনের যেকোন পদক্ষেপে রইল পূর্ণ সমর্থন। বেশ কিছুদিন আগে আনন্দবাজার সম্পাদককে এব্যাপারে একটি চিঠি লিখেছিলাম জানিনা তিনি পেয়েছেন কিনা অথবা পেলেও গুরুত্ব দিয়েছেন কিনা। আসলে এদের মানসিকতা ভীষণভাবেই মান্ধাতা আমলের। পৃথিবী সামনে এগিয়ে যাচ্ছে অথচ আনন্দবাজার সেই আদিম যুগে পড়ে আছে। ঈশ্বর আনন্দবাজার কর্তৃপক্ষকে সুমতি দিন।
আপনি আমার নামকে বিনা দ্বিধায় আপনার যেকোন প্রচেষ্ঠার সাথে সংযুক্ত করতে পারেন।
শুভেচ্ছান্তে-
প্রণয় কুমার সরকার।
Dear Golam,
It is a fantastic effort to thurst the ABP group for introducing/ upgrading from the old back dated style to the new one and mentality towards the bengali fonts for the modern computer. I support your view heartily..
Hope they rectify themselves in a little early.
thanks,
subrata.
A great effort indeed.
Thank you all for your continual support.
Thanks
Biman panda
General manager, shahi export pvt ltd, ghaziabad
Yes! They should use every latest technology. It may be happen when new browser will not support any old format web pages. Than They will gooo. And they all should have a mobile friendly bengali pages. A largest company! Not in Android? Shame… .. .
yes!!anandabazar patrika need to be published in website using bengali unicode format..
গোলাম মোর্তুজা হোসেন ও তাঁর সহযোগীরা অসাধারণ কাজ করেছেন। অনেক ধন্যবাদ আপনাদের।
আপনার ঐ caption ‘পড়তে হলে পিছিয়ে পড়তে হয়’ টাও দারুণ। বস্তাপচা হরফ পদ্ধতি পিছিয়ে পড়া মানসিকতারই পরিচয় দেয়।
এই তথ্যটা অবশ্য সঠিক নয় যে আনন্দবাজার পত্রিকা কেবলমাত্র IE তেই পড়া যায়। BitStream-এর ActiveX চালালেও অনেক computer-এ IE আনন্দবাজারের পাতা junk দেখায়। সেদিক দিয়ে দেখতে গেলে Netscape অনেক ভালো।
অনেকেই হয়ত লক্ষ্য করেছেন IE থেকে আনন্দবাজার পত্রিকার যদি কোনো পাতা save করা হয়, সেটা পরে IE –তে খুললে junk আসে (কারণ BitStream-এর হরফ dynamic)। আনন্দবাজার তাদের সবকিছু কুক্ষিগত করে রাখার মানসিকতা থেকেই এটা করে বলে আমার বিশ্বাস। অনুপম মিত্র যে বলেছেন আনন্দবাজার ভীষণভাবে ফ্রী সফ্টওয়্যারের বিরুদ্ধে, কিন্তু তাঁরা তো পত্রিকাটি অনলাইন পড়তে কোনো অর্থমূল্য ধার্য করছেন না, তাহলে Open type font ব্যবহার করতে তাঁদের কি অসুবিধা?
আমি এই বিষয়ে একটি সমধান পেয়েছি। Netscape-এর একটি পুরোনো সংস্করণ (Version 4.3) এ খুললে আনন্দবাজার এর পাতা save করা যায় এবং পরে print-ও করা যায়।
আপনারা এত ভালো একটি কাজ করেছেন বলে আর দু’টি অনুরোধ করতে ইচ্ছে হচ্ছে। একটি হল, আমার Windows Mobile-এ আমি আপনাদের ইউনিকোডের আনন্দবাজার পত্রিকা পড়তে পারছি, কিন্তু যথারীতি সেটি MicroSoft-এর বিচ্ছিরি Vrinda হরফে। আপনারা যদি আপনাদের অ্যাপ্লিকেশনে এমন একটি ব্যবস্থা করে দেন যাতে default হরফটি না দেখিয়ে Solaiman Lipi-তে পাতাগুলি দেখায়, তাহলে খুব ভালো হয়। আমার laptop-এ Vista OS থাকার কারণে এই একই সমস্যা হয়, Omicronlab-এর font fix program (যেটি computer-এর default font Vrinda থেকে পাল্টে Solaiman Lipi করে দেয়) কাজ করে না। আপনি দয়া করে এই ব্যবস্থাটিও করুন।
দ্বিতীয়তঃ, আপনি বর্তমান পত্রিকাটিকেও এইরকম ইউনিকোডে পরিবর্তনের কাজটিও দয়া করে করুন। আপনিই তো লিখেছেন, অনেককিছুই একরকম (ফন্টম্যাপ-ও আছে)।
ভার্গব চৌধুরীর উদ্যোগ কি সফল হল? anandapub.com সত্যিই কোনো browser-এ খোলে না।
আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে মতামত জানানোর যে ব্যবস্থা আছে আমি সেখানে অনেক দিন আগেই দুবার লিখেছিলাম যে এটি বাংলা ইউনিকোড ফন্টে প্রকাশ করা হোক কিন্তু কোনও হেলদোল দেখিনি এমনকী আনন্দবাজার তার ইমেল ঠিকানা অবধি প্রকাশ করে না কিছু লিখে পাঠাতে হলে সুবিধে হয় তা হলে ইউনিকোডের ব্যাপারে আনন্দবাজার পত্রিকা যে পিছিয়ে আছে তা মানতে হবে আমার নিজের তৈরি একটি বাংলা ইউনিকোড ফন্ট আছে, আর তা বিনামূল্যে ডাউনলোড করাও যায় আমার করা একাধিক ব্লগে তার লিংক দেওয়া আছে দেখুন http://bangla-biswa.blogspot.com/
মনোজকুমার দ. গিরিশ ২২/০৮/২০১০ কোলকাতা
Thank you for sharing the link of your blog. It’s a very useful collection of resources for Unicode Bengali.
প্রথমেই আমি মাননীয় গোলাম মোর্তাজা হোসেন মহাশয়কে আমার নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি এই অসাধারণ প্রক্সিটি তৈরী করার জন্য। এটি দেখে আমি অভিভুত,সেই সঙ্গে তাঁর এই ব্যাপারে জনমত গড়ে তোলার প্রচেষ্টাকেও সাধুবাদ জানাই। আমি এই ব্যাপারটা অনেকবার ভেবেছি, এবং বহুদিন যাবৎ অনেক সুবিধার ও সম্মুখীন হয়েছি। মোজিলাতে পড়ার জন্য যে পদ্মা বলে একটি অ্যাড অন্স্ আছে, তাতে ঠিকমত বিটস্ট্রীম থেকে ইউনিকোডে মোটেই কনভার্ট হয় না। আ-কার, ই-কার, এ-কার, এ সমস্যা দেখা যায়। তার ওপর, অন্যান্য ব্রাউজার এ তো সমস্যা হয় ই। শ্রীযক্ত হোসেন মহাশয় , এই বিষয়টিকে সকলের সামনে তুলে দিয়ে একেবারে আমার মনের কথাগুলিকে তুলে ধরেছেন। তাছাড়া এরা ইন্টারনেট এক্সপ্লোরারে যে বিটস্ট্রীম ফন্ট ইন্সটল করতে বলে, তা নিজের পারসোনাল কম্পিউটার ছাড়া বাইরের কেউ,বা বিশেষ করে কোন সাইবার ক্যাফে বা অফিসে সবসময় আপনাকে মোটেই করতে দেবে না, অনেক সময় অফিসের কম্পিউটার এ সিকিওরিটি দেওয়া থাকে , যাতে কেউ কিচ্ছু ইন্সটল করতে না পারে। কিন্তু উইন্ডোজ ভিস্তা বা উইন্ডোজ 7 পুরোপুরি ইউনিকোড সাপোরটেড হওয়াতে এ সমস্যা ওই সমস্ত অপারেটিং সিস্টেম এ নেই। কাজে কাজেই , ইউনিকোডে লেখা জিনিস বেশীরভাগ কম্পিউটার এই পড়া যাবে। এছাড়া মোবাইলেও পড়ার পক্ষে এটি বেশ সুবিধাজনক। প্রসঙ্গত উল্লেখযোগ্য,যে আমাদের পশ্চিমবঙ্গের খবরের কাগজগুলির ইন্টারনেট সংস্করণ বিটস্ট্রীম ফন্ট এ হলেও বাংলাদেশের বেশীরভাগ কাগজের ইন্টারনেট সংস্করণ কিন্তু ইউনিকোডেই লেখা আছে। নাহলে, যাদের ইউনিকোড নেই, তারা যে ফন্টে লিখেছে, সেই ফন্টটি ইউজার কে ডাউনলোড এর জন্য হোম পেইজ এ লিঙ্ক দিয়ে রেখে দেয়,যাতে শুধু ফন্টটা কপি করে ইন্সটল করলেই কাজ চলে,যা আপনি সিকিওরিটি লাগানো পি সি তেও করতে পারবেন। (উদাহরণ :- http://www.jugantor.com সুতম ফন্টে লেখা , এবং সেটি ওয়েবসাইটে ডাউনলোড করবার জন্য দেওয়া আছে, এবং http://prothom-alo.com এই সংবাদপত্রটি ইউনিকোড এ লেখা। http://www.onlinenewspapers.com/banglade.htm এখানে গিয়ে সব খবরের কাগজের লিঙ্ক পাবেন, খুলে দেখুন, প্রায় কোন কাগজই পশ্চিমবঙ্গের কাগজের মত বিটস্ট্রীমে লেখা নয়।)
আমি এই ব্যাপারটা ওদের ওয়েবসাইট এ মতামত লেখার জায়গায় লিখতে গেছি,অনেকবার,কিন্তু তা, সাবমিট হবার পরে কোন মেসেজও আসেনি,যাতে বোঝা যায়, যে ওটা সাবমিট হল,কি না! তারপর তো উত্তর পাইনি, তারপর সম্পাদকের চিঠিপত্র বিভাগের টেবিলে ফোন করেছি একাধিকবার, কারণ জানি চিঠির গুরুত্ব কতদূর দেবে! ফোন করে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে।ওখানে ইউনিকোড ব্যাপারটা তো অনেকেই ঠিক বুঝতে পারলেন না।তারপরে, বললেন, যে, সম্পাদককে ১টা চিঠি লিখুন,যদি তিনি জানতে পারেন,তবে চিঠির উত্তর পাবেন না, কারণ অনেক চিঠি আসে, বিভিন্ন ব্যাপারে,এরকম জানালেন।ইমেইল অ্যাড্রেস যে কিছুই ওয়েবসাইট এ দেওয়া নেই, সে ব্যাপারেও জানিয়েছিলাম,সরাসরি ফোনে। ওনাদের corporate বা official email এর বিশষয়ে কোন ধারণাই নেই, তা বুঝতে পারলাম। তিনি বললেন,যে সবার আলাদা আলাদা ইমেইল, ব্যাক্তিগত ভাবে সবাই ব্যবহার করে।তাতে খেয়াল হলে, কেউ খোলে,কেউ খোলে না,তবে official চিঠি দেবার ব্যবস্থা আনন্দবাজারে নেই।আমি তো ভাবতেই পারি না, যে ২০১০ এও একটি সংস্থায়, যাদের কিনা, নিজস্ব সার্ভার এবং নিজস্ব Domain আছে,তাদের কারো কোন অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস নেই,যাতে সাধারণ লোকে ইমেইল করতে পারে। সম্পাদক সমীপেষু বিভাগে তো কাউকে কাউকে ইমেইল এ লিখতে দেখেছি, কিন্তু তাঁরা যে কোন ঠিকানায় লেখান ভগবান জানে, কাগজের কোথাও তো কোন ইমেইল ঠিকানা দেখি না। বাংলাদেশের কাগজগুলোর অনলাইন ভার্সন এ তো ইমেইল আদ্দ্রেস থাকে, তাহলে এখানে থাকবেনা কেন? Manojkumar D Girish – এর আগের মতামত এর উত্তরে আমার এই অভিজ্ঞতার কথা জানালাম। প্রণয় কুমার সরকার মহাশয়ের ভাষায় আমিও বলি যে, ঈশ্বর আনন্দবাজার কর্তৃপক্ষকে সুমতি দিন। দিগন্তবাবুর এবং শ্রীযুক্ত হোসেন মহাশয়ের সঙ্গে আমি একমত, যে আনন্দবাজারের স্লোগান “পড়তে হলে পিছিয়ে পড়তে হয়” (পড়তে হ(য় নই)লে পিছিয়ে পড়তে হয়)। এরা http://www.anandapub.com ওয়েবসাইটটাকে যে কেন খরচা করে বানিয়েছে,তা’ বুঝতে পারলাম না। কিছুতেই পড়া যাচ্ছে না যখন তাহলে web developer দের পয়সা দিয়ে সাইবার স্পেস ভাড়া নিয়ে অযথা পয়সা নষ্টের মানে কি?
আর ১টি কথা জানায়, যে ভারতে অন্যান্য ভাষার কাগজের ইন্টারনেট সংস্করণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইউনিকোড এ লেখা হয়, (উদাহরণ :- http://www.kannadaprabha.com/ একটি দৈনিক, ব্যাঙ্গালোর থেকে প্রকাশিত কন্নড় ভাষায়, এদের ওয়েবসাইট এ দেখুন, ইউনিকোড এ লেখা সব।) পশ্চিমবঙ্গের বাংলায় সর্বাধিক প্রচারিত দৈনিক আনন্দবাজার এ ব্যাপারে যদি পথ দেখায়,ত’ বাকীরাও হয়ত ভাববে, তবে তার বেশী আশা না করাই ভালো। এরা সবাই যা সব মান্ধাতার আমলের, যে এদের বেশীরভাগ লোক ঠিকমত কম্পিউটারই জানে না। এদের মাথায় আজকের প্রযুক্তি ঢুকতে ১০ বছর লাগবে। খবরের দিক দিয়ে আধুনিক হতে পারে, প্রযুক্তিতে নয়, তাল মেলাতে পারে না। তবে,মাননীয় গোলাম মোর্তাজা হোসেন মহাশয়ের প্রক্সিতে আপাতত এখন আমাদের কাজ চলে যাবে।
বাকী পাঠকদের মতামতের অপেক্ষাই রইলাম।
ধন্যবাদান্তে,
অর্ণব ভট্টাচার্য্য,
কোন্নগর, হুগলী,
পশ্চিমবঙ্গ,ভারত।
Somorthon korchi
Fantastic effort..I appreciate it.
Dear Golam,
Thanks for your kind effort. I’m indeed grateful to you. I could not read Anandabazar Patrika for a long because of the problem you already mentioned. Thank you so much once again.
Best,
Alok Pan
phd student, indian institute of science, bangalore.
phd student, indian institute of science, bangalore. i like what are you doing here. great initiative. keep it up. i will be there if any help is required for me.
Great Effort. i support this fully.
Great work Golam.
Can anyone please suggest how can I read AnandaBazar Patrika on Mac. I was using a MacBook and could read the newspaper on Firefox. But recently I have switched to MacBook Pro and the browser doesn’t open the pages in Bengali. I can remeber using a plug-in call Padma. I istalled it this time but it doesn’t work. Appreciate your kind help.
Search google with this keyword – mac bengali ttf font. Know the name and change your font settings in Safari or Firefox browser.
I support
Seems Anandabazaar has started supporting Opera now (Sep 21, 2010). I was able to see the text. However Opera is still not listed in their supported browser list.
Opera? Not with default settings. Are you using some special settings?
I am able to view the site in both Opera 9.62 and 10.54. I think it’s using Java as it does with the old Netscape 4 browser. My Java version is 1.6. OS is WinXPSP2.
I do customize my browser extensively. But I didn’t do anything particular for this issue.
But as Golam mentioned, I guess ABP is finally getting it right.
Running a website in 2010 that works only in a 9 year old and totally pathetic browser and providing the content that has to be decoded at runtime by using an equally archaic ActiveX plugin. And all these when the solution was right at hand since the very beginning. I can’t think anything lamer than that.
But of course I know the reason. I guess we all know. To stop people from copying their content. You can save a unicoded page and view it later but the same can’t be done with their non-standard content. So I can’t really blame them.
Anyway it’s a relief to see that I am not alone who feels like this.
Thanks Guys 🙂
It seems, ABP is taking the right path finally!! Beta version of official
Anandabazar website in Unicode is under testing
http://www.abpbeta.com/
abpbeta.com has been registered by ABP Ltd
http://whois.domaintools.com/abpbeta.com
Cheers!!
Salute to your initiative of online petition for moving your regional website into international standards. As I am from Tamilnadu I cant read Bengali but I am very much inspired like this kind of initiative. For all languages representing it in accepted Unicode standard will help to leap ahead that language in this digital age.
এতো দিন পর বোধ হয় ওনাদের টনক নড়েছে। আপনার পিটিশনের জন্যই বোধহয় এই বোধহয়। আমাদের বোধহয় এইরকম আরও অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে।
জয়ন্ত নাথ
Jayanta Nath
Bengali Wikipedia
Administrator
Solid idea, solid rational.
Reading ABP is like feeling connected with own soil for many of us. And as IE gives regular tantrums or sometime mobile phone being the available media tool (on travel) sometime reading ABP is a challenging task which it shouldn’t be. We
Bengali, are helping many organisations to continuously upgrade their systems with cutting edge technology and our very own ABP still struggling on a decade old method to be accessible to us is really embarrassing.
Shantanu Sinha, Application Archietect, Belgium
Comparing Sangbaad Pratidin, the Bengali Statesman and some other newspapers ABP is grossly biased in its distribution of news, frontpage stories and is just a stinkingly rich commercial business which tries to monopolize.
Their website is not at all popular whatever fake stats may be there. And really no one bothers how they serve their news except perhaps a very few who has signed for this “movment”
Rather the movement should be ‘quit ABP’.
To see how you are missing on the real news take a look
daily at the following daiies just for 7 days.
sangbadpratidin.net
bartamanpatrika.com
and many more such unbiased and upfront bengali papers.
PS : since there is lot of web reading on mobile and unicode is still not supported universally on the already available handsets the image format still makes more sense.
I agree, ABP online version sould be more reader-friendly and in synchronization with many browsers.
Best,
AK
I agree, ABP online version sould be more reader-friendly and it should be compatible with all devices like apple i phone,androids etc.
Its a fantastic effort.
Yes, Anandabazar should publish over Unicode. LOL it looks like IT head of Anandabazar is not updating his knowledge. We need someone techie in that position. Anandabazar please consider.
এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। আসলে বাংলা দৈনিকগুলো, যারা নেট-এ জাল বিস্তার করে আছে, আনন্দবাজার তার অন্যতম। আবার যাদের দেখতে অনেক কুস্তি করতে হয় তাদের মধ্যেও অন্যতম। কাজেই ইউনিকোড সাপোর্টেড ভার্সান পেলে নিশ্চয়ই বহু লোকে উপকৃত হবে। আর উপকার থেকেও জরুরি বিষয়টাকে বাস্তবায়িত করা। যাক, আনন্দবাজার-কে এ রূপে দেখতে পেয়ে স্বভাবতই খুশি। এই গোটা কাজের অন্তরালে সমস্ত মানুষকে অসংখ্য ধন্যবাদ।
ভালো, খুব ভালো উদ্দ্যোগ………………………………সমর্থন করি………
golam da,
thanks for the link. its a great effort and i do missed the e version of anandabazar while in roaming, but now i got a solution through your proxy server link.
Hope APB will wake up one day.
Supriyo Sarkar
I also support this.
Being India’s oldest & largest selling newspaper in bengali language, ABP should get unicoded.
[…] You may also post your comment or words of supportin this blog post. […]
এটা একটা অনেক ভালো উদ্যোগ | মাননীয় গোলাম মহাসায় কে অনেক ধন্যবাদ |
আমরা, প্রবাসী বাঙালিরা UNICODE ফন্টে খুবই উপকৃত হব |
এতদিন ভাবতাম এটা সুধু আমার অসুবুধা |
আশাকরি খুব শিগ্রই সব ONLINE পত্রিকা গুলি UNICODE ব্যেবহার করবে |
I do support this initative …
Hi,
This is a very good initiative. However I am having problem with bengali unicode font on safari on my hand held device. The composite letters (“Juktakkhar”) are coming as separate letters side-by-side. But when I open the same page in safari from laptop, it works fine. Any idea why this is happening?
Regards,
Mrinal
Mrinal,
You need iOS 4.0+ for the iPhone and iPad to deal seamlessly with Indic languages and Unicode. With the latest update from Apple, the iPad actually gets a hidden Bangla Unicode font called “BanglaSangamMN” which takes care of the misplaced e-kars and jukttakkhors.
Excellent effort! and I am going to use the .py script. Thank you all the developers for their time and effort.
আপনার এই প্রচেষ্টার জন্য কোন সাধুবাদই যথেষ্ট নয়!
অভিনন্দন!
সমর্থন করছি
প্রিয় গোলাম মোর্তুজা হোসেন,
আপনার তৈরী এই প্রক্সি সার্ভারের দৌলতে নিখুঁত ভাবে আনন্দবাজার পত্রিকা পড়তে পারলাম । এর পিছনে অনেক পরিশ্রম নিহিত রয়েছে, যার জন্যে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ । আপনি ঠিকই বলেছেন যে আনন্দবাজার-কে বাংলা খবর কিংবা সাহিত্যের জগতে একরকম মার্কেট লিডার বলা যেতে পারে, এবং সেই কারণেই তাদের আরো বেশি করে নতুন প্রযুক্তি-কে পাঠক-কুলের সামনে নিয়ে আসা উচিত । এটা মোটামুটি পরিস্কার যে আবাপ এই বিষয়ে খুব একটা উৎসাহী নয় । দেখা যাক, আপনার এই প্রচেষ্টার পরে তাদের টনক নড়ে কিনা ।
তবে একটা কথা । পদ্মা-জাতীয় কিছু প্লাগ-ইন দিয়ে একটা চলনসই পাতা আবাপ চালু করতে চেয়েছে বটে, কিন্তু ফায়ারফক্সে বেশিরভাগ সময়েই তা দিয়ে যা দেখা যায়, তা ঠিক বাংলা নয়, কিছু বাংলা স্বর-ব্যাঞ্জন-বর্ণের সমষ্টি মাত্র । সেদিক থেকে আপনার প্রক্সি সার্ভার অনবদ্য ।
আমাকেও আপনার পিটিশনে সংযুক্ত করতে অনুরোধ জানাই,
অভিষেক রায়,
গ্র্যাজুয়েট, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট, আমেদাবাদ, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়
অধুনা কর্মরত, মিবাখ কন্সাল্টিং, ব্যাঙ্গালোর
I completely agree and in support of this change.
-Rajat
I endorse this wholehearterdly! Thanks and kudos!
I wholeheartedly support this petition. I am a Mac user and the only way to access ABP has been the Padma extension on Firefox. I look forward to ABP moving to Unicode.
My thanks to Golam Hossain and others who started this initiative. You have my complete support!!
Anandabazar Patrika is now considered to be an international daily on which all bengali people depend irrespective of the fact whether they study any other daily. Anandabazar itself says “porte hoy noile pichhiye porte hoy”. So if you want people to read it, you must keep it at people’s elbow. This suggestion of updating the font according to modern updates, is really praise worthy and I support it from the core of my heart. Thanks a lot for providing this unicode …………. thanks again.
My whole hearted support with you. Many thanks for your wondeful work.
I AM SUPPORTING THIS EFFORT WHOLEHEARTEDLY. ANANDABAZAR SHOULD TAKE STEPS IMMEDIATELY.
Hi Golam Sir,
I appreciate your effort of making the Anandabazar page accessible to everybody and am supporting this petition.
Regards
adrip
While we are all supporting the blog here, it seems no one in ABP gives a damn about it. I thiunk all of us here should keep sending email to ABP via their feedback page.
This is a really good effort. As for my research work, I use linux, I can not read Ananda Bazar.
Manjari Bagchi
Physics Department
West Virginia University
Morgantown, WV
It is reallly difficult to keep track with news of Kolkata and West Bengal in general once you are outside the state or nation. And an webpaper from Anandabazar can just reduce the distance virtually. I tried to read the web version with different browsers but with no help. Now with this unicode version, it is possible. Thank you!
I support the petition and a big thank for raising it.
Regards,
Prabir
Frankfurt, Germany
আমরাও আনন্দবাজার পত্রিকায় আধুনিক বাংলা ভাষা প্রযুক্তি ব্যবহারের পক্ষে।
I also support the use of unicode in anandabazar.
“Anandabazar Patrika” allways supported the change (Paribartan) and always tells that “Parte hoi… noile pichiye porte hoi…” but they are realy in last bench in using Technology…. after so many request haven’t tried to change anything…….
If Anandabazar is really in support for a change then at first they should change themselve…. This change will help them to reach all “Prabasi Bangali” ….. and the no of these people is huge now…..
So, Anandabazar Change yourself and adopt unicode bangla which will help you and offcourse us ………
Hi Golam, You have done a fabulous job and it’s very useful for us who want to smell his/her native place in the every morning. I support you and digitally I am signing here in this petition.
Soumyajit Das Mahapatra
LL.M. student
Delhi
Dear Golam,
You have done a fabulous job. Congrats. This was much needed.
I have already sent you email supporting the petition. Keep up the good work.
Thanks, many many thanks
thanks for this wonderful job.. my support is always present for this petition..
Great job ! Thanks for your effort.
Hi GMH, (I am not sure you ok with this short form)
I am mainly interest abt the technology. And whatever I have understood that this Unicode and proxy work like this way:
[Org ABP server] ——[ Unicode and proxy] ————- [Client]
Client mainly first access the “Unicode and proxy” through this web site (http://anandabazar-unicode.appspot.com/proxy?p=calcutta.htm). Then proxy fetch the correspondence page from “Org ABP Server”. Then change the font by “Unicode and proxy” and send it to the client. Please modify if I hv think differently.
I think these are the disadvantage of this kind of approach:
1. Entire client access the “Unicode and proxy” which maintain by you. Therefore if at a particular time a huge client try to access the proxy, the proxy may be flooded. And you need to recover manually.
2. If another popular Bengali site come into picture. Then you need to modify some code in the .py file to add the functionality.
Therefore I have proposed to add this code as a plugin in the web browser. Then ..
1. No need to manage one proxy.
2. Any type of Bengali site can support that thing.
I am waiting for your valuable suggestion.
Thanks,
Krish
HI Krish,
Yes, it works more or less the same way as you have guessed.
As you have said, one could do the same in browser plugin
and there is a Firefox plugin named Padma to do so.
(http://padma.mozdev.org). It supports ABP and others since 2006.
Both approaches have their pros and cons. However, writing plugins for different browsers aren’t that easy. In particular, have you tried writing a plugin for the browsers in different mobile phones?
In any case, the aim of this proxy to urge ABP to use Unicode and it’s certainly not aiming to provide ABP readers another choice (at least not for long).
Best,
Thanks…GMH!
I am trying to write a plug in for the browsers in mobile phone. I will update you the progress.
gre8 job. i’ve no working IE. so i couldn’t read anandabazar. you made success me.thanx
Nice effort and beautiful.
while useing Padma addon ,some text are not properly rendered.But it is flawless.
Another thing I want to mention that,currently The original site is affected by malware.Please don’t visit that page if you don’t have sufficient protection.
I sent mail to them previously using the feedback form,but they seems not to care or nobody reads the feedback.
Right now google also blocked the site.You can read diagnostic re
report here..
http://safebrowsing.clients.google.com/safebrowsing/diagnostic?client=Firefox&hl=en-US&site=http://anandabazar.com/
If somebody can contact,please tell them to clean up the site.
Dear Golam
I whole-heartedly support your initiative and agree that ABP should have its website in Unicode.
Thanking you for your efforts
Sandeep Mukherjee
Dear Hossain,
Thanks for your effort that enables us to access our favorite Bengali newspaper online. I live in Kuwait where it is not possible to put your hands on the print version on the same day. So, access to online version is the only option. As because Anandabazar had font problem I was reading Pratidin or Bartaman which are boringly partisan. So I would like to support you in this noble job.
Thanks,
Dipankar Ghosh
Thanks for this great effort. I hope ABP will surely change to unicode
প্রিয় গোলাম হোসেন ,
আপনার আন্তরিক চেষ্ঠার জন্য অনেক অনেক ধন্যবাদ | কয়েক বছর ধরে চেষ্ঠা করেও আনন্দবাজার পত্রিকা ইন্টারনেটে পড়তে পারছি না | IE থাকতেই হবে এটা কোনো কথা নয় | Chrome ও Firefox ব্যবহার করে কেন আমি আনন্দবাজার পড়তে পারবো না ? আপনি চেষ্টা করুন সর্বোতভাবে , আমাদের শুভকামনা রইলো আপনার ও আপনার কাজের প্রতি | ভালো থাকুন ……… অনিমেষ রায় , বর্ধমান |
Great work done guys! My best wishes to you and for Anandabazar Patrika – hope they wake up soon to the fact that the world has moved on.
Sir,
I too support your petition.
Debanjan Das,
Fore School Of Management,
New Delhi
Dear Golam mortuja Ji,
Thanks for this noble effort on behalf of the entire Bengali community & myself.
G.Bhattacharya,
Punjab
আমিও আপনাদের এই প্রয়াসকে স্বাগত এবং সাধুবাদ জানাই….
আপনাদের পিটিশন এ দয়া করে আমার নামটি যুক্ত করে নেবেন….
ডা. নির্মাল্য চক্রবর্তী
I support this effort and campaign. I used to install the activeX control every time I clean up my cache to read my favourite news paper “anandabazar patrika”. But from one fine morning that was not even working. I got so frustrated. This site of yours is really a savior for me. Thank you so much. Now I am bound to say that abp needs to change. But I have one issue with this unicode, this font doesnt look as great as anandabazar’s singnature font. Can this be improved?
আমরাও আনন্দবাজার পত্রিকায় আধুনিক বাংলা ভাষা প্রযুক্তি ব্যবহারের পক্ষে। আপনার এই অসাধারণ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। বাকী পাঠকদের মতামতের অপেক্ষাই রইলাম।—- আপনাকে ধন্যবাদ!
i am very happy after reading ABP in bengali font.
আপনি দারুন কাজ করেছেন ৷ এই অসাধারণ প্রচেষ্টায় সঙ্গে আছি ৷
যাই হোক “গণশক্তি” একটা রাজনৈনিক পার্টির মুখপত্র হয়ে উইনিকোডে চলে আসলো।
http://ganashakti.com/
ভাই———- আগিয়ে যান——//////// ধন্যবাদ ///////
আপনি দারুন কাজ করেছেন ৷ এই অসাধারণ প্রচেষ্টায় সঙ্গে আছি ৷
[D.E.Shaw & Co. India ]
as i m born and mother west bengal . i like ANANDA BAZAR PATRIKA , BENGALI NEWS PAPER. but i m staying state – karnataka and kerala , so not getting this news paper. as we more than lakhs of ANANDA BAZAR PATRIKA , DAILY BENGALI NEWS READER STAYING OUT OF STATE, will request ananda bazar patrika’s chairman to notice this things as E-SUBSCIRPTION for us.
and i stongly support this UNICODE AND PROXY SUPPORTER.
KUMAR KANCHAN
MANGALORE
I support your petition.
[…] and hosted it on appspot to convert abp articles on the fly. Very nice, and cool. Check out their online petition for ABV to wake up and of course the code itself. What I liked best about this is that, with a little modification (the […]
thans a lot
thanks a lot
This is pity that I cannot read Anandabazar Patrika on Google Chrome. It’s Anadabazar’s loss.
I congratulate you for your fantastic effort. I fervently hope that Ananda Bazar Patrika, being the largest selling Bengali daily also enhances its readership by paying heed to the appeals from the people who know what they are talking. Please letr me know if I can come to to the use of the community. Thank you .
Thank you.
University of Manchester
I completely agree 2 dis.
I totally support this petition for Anandabazar upgrade. Their claim of being a “modern” publishing house falls flat if anyone goes to their site. C’mon people at ABP! This is really simple!!
Soumyadeep Chatterjee
University of Minnesota, Twin Cities
Thanks for this beautiful idea
ABP- Ota to barolokeder kaagaj.Ora ananda utsav niye khub byastya.
Ora ki apnader katha sunbe?
Ora POPs theke du chaar poisa rojgar korche ,
how greedy they are!!!
Fully supported… 🙂
Commendable effort. Our suuport stands
Kaushik Neogy
Hongkong
I am supporting this effort
আনন্দবাজারের ইউনিকোড একটি সময়োচিত পদক্ষেপ
আজ প্রথম আনন্দবাজার পত্রিকা বাংলায় পরতে পারলাম ওয়েব এ। ভাল লাগছে কারন এই প্রযুক্তি কম্পুতের এ দুদিন হল জুক্ত করেছি।কাচা হাতের লেখা ভুল বানান সহ লিখলাম।
I support it.
Golam da,
Tomake ottonto dhanyobad janacchi ei prochesta r jonno. Ami somorthon korchi
dhiraj
Unicode technology is the need of hour.
Many thanks Golam…Its a great help to online users like me…I appreciate your effort…ABP must upgrade to Unicode to cater the larger viewers…
They are gradually shifting to unicode along with many other things …
Try my.anandabazar.com
The unicode publishing initiative by anandabazar is simply great. This was needed from long. It makes anandabazar browser independent. I am located in Columbus, Ohio, USA. I am able to read Bengali newspaper in my mobile now!! Thanks again to ABP !
Khub Valo udyog….. Old edition ebong Chithipatro gulo jate dekha jay taaro bybostha hok/
আনন্দবাজারের ইউনিকোড একটি সময়োচিত পদক্ষেপ
আনন্দবাজার পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয় বলেই ওরা বাজারে আনন্দ আনেন।কিন্তু টাকা ছাড়া কিছু বোঝেন না।এখন আবার সবেতেই টাকা চাইছেনঃআনন্দবাজার,মেলা,লোক,সানন্দা…সবেতেই টাকা চাই।my.anandabazar.com নামে একটা সাইট করে টিভি,রেডিও,ব্লগ,গান,খাদ্য,বিবাহ, সব সব সবেতেই টাকা চাইছেন।
এই যখন অবস্থা তখন গোলাম সাহেব যে শুভ উদ্যোগ নিয়েছেন তাতে রইলো আমার অন্তরের অন্তস্থল থেকে সমর্থন,আবেদন, আশা!!!!!!!!!!!!!!!
AnandaBazar Patrika is anti-Bengali. When Shamit Khemka launched a hate site abusing Bengalis, they, alongwith the English newspapers from Kolkata, supported him and sarcastically criticized those who protested. They do not publish any report about the celebration of Ekushey February. I think they are afraid it may encourage Bengali nationalism. Naturally, they are not interested in any improvement in Bengali font.
amar dik theke purno somorthon roilo…… anandabazar jodi americae anadautsob korte pare tale notun technology use korte na chaoa ke gafiloti chhara ar kichhu bola jae na…..
Thanks to Mr Golam Mortuza Hossain for this important work. we all support u.
i request all personal internet users like – students, service man, house wife, business man – those hav personal internet connection, plz support Mr Golam Mortuza Hossain and Us .
KUMAR KANCHAN
MANGALORE
At last ANANDABAZAR PATRIKA is in UNICODE…
http://www.anandabazar.in
Were they waiting for “poribartan” before implementing their “poribartan”? 😉
Anyhow, congratulations to Golam and others for this success – at long last!
সাইটটা এখনই বন্ধ করলেন ক্যানো বস? পুরানা সংখ্যাগুলোতো ইউনিকোডে পড়া যায় না। এতোদিন যখন চালালেন একান্ত অনুরোধ করছি আরো কয়েকটা মাস চালান।
Great effort brings in the fruits…….ABP adopts Unicode….
CONGRATS Mr. Golam Hossain……
We want to see Anandabazaar in e-paper fomat like The Telegraph……we miss those ads and paper like look and feel…..
This is a good effort by Golam.Thanks .We want ABP in unicode.
i suport our plan and agree with your decession.
গোলাম ভাই আপনকে অভিনন্দন | আপনি আর আপনার সহযোগিদের জন্যই আজ আনন্দবাজার ভালো করে পডা যাছে |
Golam bhai,
I am not very techy, so if it possible, plz suggest me some solution. anandabazar.in is now in unicode……supposedly browser independent. but if you run this in epiphany, the rendering is wrong, to say least. epiphany is rendering other bengali unicode fonts correctly, like those from wikipedia, but not anandabazar.
any idea? I also posted a report, actually twice, in gnome-list, without any suggestion.
I deeply appreciate your noble effort. I am of one mind with whatever you said. Hope, this appeal will bring about the necessary change,
No problem. we’ll get used to with reading sanbad pratidin. I wONDER WHETHER ANANDABAZAR STEER US AHEAD OR BACK! NEWS ON THE GO IS THE TREND OF TODAY. NOT A SMART THINKING FOR ANANDABAZAR. ANANDABAZAR ALWAYS THINK ON MONETARY TERMS! THEN ALSO WE WILL BE READING BY PAYING.
CAN’T UNDERSTAND REALLY!
LET ANANDABAZAR LAG BEHIND INDEFINITELY.
BOGUS! CERTAINLY!
আনন্দবাজার আগের তুলনায় অনেক সহজে পড়া যাচ্ছে। সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে পত্রিকার পাতা। আপনাদের উদ্যোগের সাধুবাদ জানাই।
এই প্রসঙ্গে আর একটা অনুরোধ, পত্রিকায় কোন লেখা গল্প বা ফিচার পাঠাতে হলে আজও কাগজে লিখে পাঠাতে হয়, বাই পোস্ট। এটাকে বদলানো যায় না?
যে কোন লেখা যদি unicode বা pdf ফরম্যাটে পাঠানো হয়, সেটা অন স্ক্রিন দেখে নেওয়া সম্ভব। মনোনীত হলে print out, নচেৎ DELETE.- e-mail-এ ছোট্ট উত্তর,- সরি আপনার লেখাটা দাঁড়ায় নি।
আমার মনে হয় অনেক কাগজ (পরিবেশ সংরক্ষণ) আর সময় বেঁচে যেত।
এটা ভেবে দেখলে – বাধিত হবো। বিশেষ করে আমরা যারা পঃ বঃ র বাইরে অনেক দূরে – remote area তে থাকি, আমাদের লেখা পাঠানোর সাধ হয় – কিন্তু সাত পাঁচ ভেবে আর সাধ্য হয় না।
শুভেচ্ছা ও নমস্কারান্তে
ভাল উদ্যোগ। শুভ কামনা রইল। ধন্যবাদ।
http://anandabazar-unicode.appspot.com/-তে আপনি লিখেছেন যে এখন আনন্দবাজার পত্রিকা Unicode ব্যবহার করা শুরু করেছে। সেটা ঠিক কথা, কিন্তু এখনো ‘সম্পাদক সমীপেষু’ চিঠি পাঠাতে গেলে সেই snail mail ভরসা, কারণ তারা অন্যান্য সংবাদপত্রের মত email-এ পাঠান Unicode-এ লেখা চিঠি নিতে রাজি নয়। এমনকি, ABP গোষ্ঠির সংবাদপত্রগুলির মধ্যে The Telegraph-ও email-এ পাঠান চিঠি নিতে রাজি। আশা করি আপনার অব্যাহত প্রয়াসের ফলে, একদিন হয়ত আনন্দবাজার পত্রিকার প্রাচীন প্রাণে আন্তর্জালের ছোঁযা লাগবে